কেশবপুরে ১০৪ গ্রাম প্লাবিত কেশবপুর-মনিরামপুরের জলাবদ্ধতা নিরসনে পলি অপসারণ শুরু
অক্টোবর ২৪, ২০২৪, ১১:৪৪ এএম
যশোরের কেশবপুর ও মনিরামপুরের ২৭টি বিলের জলাবদ্ধতা নিরসনে বিল খুকশিয়ার ডায়ের খালের আট ব্যান্ড স্লুইস গেট এলাকার পলি অপসারণ শুরু হয়েছে। অপরদিকে, উপজেলার পাথরা গেট এলাকায় জলাবদ্ধতা নিরসনে শ্যালোমেশিন দিয়ে পানি অপসারণ চলছে।এলাকাবাসীর উদ্যোগেই এ কাজ করা হচ্ছে। তবে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির দাবি, এলাকার নদ-নদী খননের পাশপাশি বিল...