মৃৎশিল্পের মটকির চাহিদা বেড়েছে আখ পল্লীতে
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৫২ পিএম
ছোট বেলা থেকেই এই কাজের সাথে জড়িত। কিন্তু কোন দিনই দেখলাম না আমাদের পাশে কেউ দাড়িয়েছে। পাল পাড়ার কারিগরদের পাশে নেই কোন সরকারি লোক বা এনজিও। কাজ না করলে এ শিল্পের লোকজনের পেটে ভাত যায় না। কাজ করলে পেটে ভাত বিক্রি না হলে মাথায় হাত। কথাগুলো বলেছেন, রংপুর জেলার পীরগঞ্জ...