ফুলবাড়ীতে ইফতারে জনপ্রিয় হয়ে ওঠেছে মিহিদানা ও ছানার পোলাও
মার্চ ১১, ২০২৫, ০৩:২২ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার রোজাদারদের কাছে ইফতারে অন্যান্য খাদ্যের সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেছে মিহি দানা ও ছানার পোলাও।পবিত্র রমজান মাস এলেই পৌরশহরসহ উপজেলার প্রায় প্রতিটি এলাকার হাটবাজারের হোটেল রেস্তোরাসহ গড়ে ওঠে মৌসুমী ইফতারের দোকান। এসব ইফতারের দোকানে ইফতারের জন্য থাকছে খেজুর, পেঁয়াজু, আলু ও বেগুনের চপ, হালিম, বুটের ডালের বড়া,...