দেশের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা করবো: বিডা চেয়ারম্যান
আগস্ট ১০, ২০২৫, ০৮:২৫ পিএম
আমাকে বলা হয়েছিল যে, ১ দশমিক ৩ মিলিয়ন টিইইউস ভলিউম গ্রোথ তো ভালো, যেটা দেশের প্রতিষ্ঠান করছে, তাহলে বিদেশি অপারেটর কেন আনতে হবে ? অথচ পরিসংখ্যন বলছে, আমাদের গ্রোথ ১ দশমিক ৯ মিলিয়ন টিইইউস পর্যন্ত হওয়া সম্ভব। ড্রাইডক যেভাবে করছে, তাতে তো মনে হচ্ছে ১ দশমিক ৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে।...