‘বাঘ নয়, বনদস্যুদের ভয়ে বনে যাই না’
মার্চ ৩, ২০২৫, ০৩:৫৪ পিএম
১৬ বছর বয়সে বাবার সঙ্গে সুন্দরবনে যেতেন মুজিবর গাজী। বয়স যখন ২০ শেখেন সংসার পরিচালনার জন্য সবই। বাদাইয়ের জন্য বারবার বনে গেলেও, ৫ আগস্টের পর জিম্মি করে টাকা আদায়ের দাবির জন্য, বনদস্যুদের ভয়ে আর যেতে পারেন না তিনি।বর্তমানে তার বয়স ৬০। এই দীর্ঘ চার দশকের বেশি সময় জীবিকার সন্ধানে বনে...