নান্দাইলে স্ত্রী-সন্তান রেখে ৮ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে যুবক উধাও
মার্চ ১৩, ২০২৫, ০৪:৫৩ পিএম
৮ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে পালিয়েছে হিমেল মিয়া নামের এক যুবক। তিনি বিবাহিত। তার রয়েছে স্ত্রী-সন্তান।হিমেল মিয়া উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীণদিয়া গ্রামে হারেছ মিয়ার সন্তান। স্কুল পড়ুয়া ছাত্রীর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা গ্রামে।এ ঘটনায নান্দাইল মডেল থানায় অপহরনের অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বড় ভাই মো. মাসুদ মিয়া।জানা গেছে নান্দাইল...