আর্সেনিকের থাবা এবার ভাতে!
এপ্রিল ১৯, ২০২৫, ০৫:১৮ পিএম
বাঙালি জীবনের অবিচ্ছেদ্য অংশ ভাত। সহজপাচ্য ও নিরাপদ খাবারের মধ্যে সাদা ভাতের জুড়ি নেই। যেমন তাড়াতাড়ি হজম, তেমনি পেটও ঠান্ডা থাকে। যদি জানের এই ভাতেও মিশে থাকে আর্সেনিক বিষ? অবাক হবেন নিশ্চয়ই। হ্যাঁ, এটাই এবার সত্য বলে প্রমাণিত হয়েছে বিজ্ঞানীদের গবেষণায়।শুধু পানি নয়, প্রতিদিনের অনেক খাবারেই মিশছে রাসায়নিক। ফসলের ফলন...