চীন-থাইল্যান্ড সফরে সাফল্যের সমীকরণ
এপ্রিল ৯, ২০২৫, ০৪:৪৩ পিএম
চুপিসারে শুরু হলেও, শেষটা নিঃসন্দেহে এক কূটনৈতিক জয়গাথা। একেবারে দারুণ! প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চীন-থাইল্যান্ড সফর যেন আঞ্চলিক রাজনীতির মোড় ঘোরানো এক অধ্যায়। এ দুটি সফরের প্রতিটি মুহূর্ত ছিল পরিকল্পিত, প্রাসঙ্গিক এবং প্রত্যাশা-জাগানিয়া। এই সফর শুধুই আনুষ্ঠানিক নয়, এটা আঞ্চলিক নেতৃত্বের লাল কার্পেট। বাংলাদেশের জন্য দরজা খুলেছে কূটনীতি, বাণিজ্য...