তারকাদের নিয়ে জেবিনের ঈদ আয়োজন
মার্চ ২৮, ২০২৫, ০১:৩৯ পিএম
এ প্রজন্মের যে কয়জন সঞ্চালক সাবলীল উপস্থাপনায় দর্শকের আস্থা অর্জন করেছেন তাদের মাঝে শাহরিন জেবিন অন্যতম। ‘চ্যানেল টুয়েন্টি ফোর’র গ্ল্যামারাস-এ উপস্থাপক ঈদ উৎসবে হাজির হবেন বিশেষ চমক নিয়ে। নিজের গ্রন্থনা ও উপস্থাপনায় ভিন্নধর্মী দুটো শো ও একটি নিয়মিত বিশেষ শো দর্শকদের উপহার দিবেন তিনি।আলাপকালে দৈনিক রূপালী বাংলাদেশকে জেবিন জানান, তার...