ভাঙ্গা ঘরে ৭ বছর শিকলবন্দী মাসুদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৬:০২ পিএম
৭ বছর ধরে লোহার শিকলে বন্দী হয়ে দুঃসহ জীবন কাটছে মাসুদ রানা’র (৩৫)। একসময়ে স্বাভাবিক জীবনের এই যুবকটি এখন মানসিক ভারসাম্যহীন। একটি ঝুপড়ি ঘরে নড়বড়ে ভাঙ্গা চোকির উপর দিন আর রাত কাটে তার। কেউ তার অসহায়ত্ব বোঝার চেষ্টা করে না। ২০০৪ সালে এসএসসি পাস করার পর তিনি কলেজে ভর্তি হবার...