মাকে নিয়ে গান বাঁধলেন সামিনা চৌধুরী-মুরাদ নূর
মে ৬, ২০২৫, ০৩:১৫ পিএম
বাংলা গানে নান্দনিকতা রুচিশীলতার ছোঁয়ায় অনন্য যার নাম, তিনি দেশের গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। প্রেম বিরহ ফোক সব ধরনের গান গাইলেও, মাকে নিয়ে কখনো গান করা হয়নি, মুরাদ নূরও রুচিশীলতায় ঐতিহাসিক সৃষ্টিতে উজ্জ্বল এক নাম।
দু'জন প্রথমবারের মতো মাকে নিয়ে গান বাঁধলেন। কামরুল নান্নুর কথায়, মুরাদ নূরের সুরে, সামিনা চৌধুরীর কণ্ঠে গানটির সঙ্গীতায়োজন...