ফিরে দেখা-২০২৪ চলতি বছর হারিয়েছি যাদের
ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৩২ পিএম
‘নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’ কবি জীবনানন্দ দাসের লেখা এই লাইনটা আমাদেরকে মনে করিয়ে দেয় সবারই একদিন মরে যেতে হবে। এমনকি নক্ষত্রেরও! ২০২৪ সালে শোবিজের আকাশ থেকে অনেক তারকা বিদায় নিয়েছেন, পাড়ি জমিয়েছেন অন্য জগতে। হারিয়ে যাওয়া সেসব তারকাকে নিয়ে দৈনিক রূপালী বাংলাদেশের এই আয়োজন।আহমেদ রুবেল (১৯৬৮-২০২৪)বছরের শুরুতেই নন্দিত অভিনেতা...