সোয়ারীঘাটের পান বিক্রেতা থেকে মাফিয়া ডন হাজী সেলিম
সেপ্টেম্বর ৩, ২০২৪, ১২:৫৬ এএম
*৫ দিনের রিমান্ডে, কাঠগড়ায় কাঁদলেন*বিএনপিতে পাত্তা না পেয়ে আ.লীগে যোগদান *ব্যবসার আড়ালে জবরদখলে হাজার হাজার কোটি টাকার সম্পদ *আন্ডারওয়ার্ল্ড কানেকশন*কুখ্যাত এরশাদ শিকদারের সহচর*সন্তানদের বিতর্কিত কর্মকাণ্ড একসময় পান বিক্রি করতেন। এরপর ধীরে ধীরে হয়ে উঠেন মাফিয়া ডন বা গ্যাংস্টার লিডার। রাজধানীর পুরান ঢাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অন্যতম কারিগর এই বিতর্কিত ব্যবসায়ী হাজী সেলিম। আওয়ামী...