তারিক স্বপনের আক্ষেপ
মার্চ ২২, ২০২৫, ১১:১২ এএম
চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেতা তারিক স্বপন। ভালো লাগা থেকেই অভিনয়ের দুনিয়ায় তার পথচলা। আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯২ সালে সিরাজগঞ্জের ‘অনুস্বর থিয়েটার’ দিয়ে তার মঞ্চে অভিনয় শুরু। পরবর্তীতে ‘প্রসূণ থিয়েটার’র হয়ে তিনি ‘হামেদ আলীর সর্পদর্শন’, ‘১৯৭১’, ‘মহাপুরুষ’, ‘রাজাকারের পতন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটক নির্দেশনা দেন। জাহিদ হাসানের অনুপ্রেরণা ও...