‘জব্বারের কারণে দেশ ছাড়িনি’: অভ্রর মেহদী
ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১১:৩০ এএম
‘ভাষা হোক উন্মুক্ত’- এ স্লোগানে বাংলা ভাষার টাইপিং সফটওয়্যার ‘অভ্র’ গড়ে তোলা দলের সদস্যরা পাচ্ছেন ‘একুশে পদক-২০২৪’। এই দলের অবিসংবাদিত দলনেতা মেহদী হাসান খান। দীর্ঘদিন যাবত দেশীয় প্রযুক্তিপাড়ার গুঞ্জন যে, বাংলা ভাষার আরেক টাইপিং সফটওয়্যার ‘বিজয়’-এর প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বারের কারণে দেশ ছাড়তে হয়েছিল মেহদীকে। তবে দৈনিক রূপালী বাংলাদেশকে...