মুক্তির অনুমিত পেল ‘আতরবিবিলেন’
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ১০:৪৯ এএম
মুক্তি প্রতীক্ষিত ‘জলরঙ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে নির্মাতাদের ভাবনায় চলে এসেছেন তরুণ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। এই অভিনেত্রী নতুন একটি সুখবর জানালেন। তার অভিনীত ‘আতরবিবিলেন’ চলচ্চিত্র সম্প্রতি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টাইমস মিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু।নির্মাতা লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে...