সজল ও নাদিয়ার ‘বর্ষা বিহনে’
জুলাই ১০, ২০২৫, ০৫:৪১ পিএম
আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক ‘বর্ষা বিহনে’। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি প্রচারিত হবে এশিয়ান টিভিতে।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। এছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও নাটকটি মুক্তি দেওয়া হবে।
নাটকটি একই দিন প্রচারের পরপরই মুক্তি পাবে সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও,...