দর্শকদের রেসপন্সে আমি অনেক খুশি: সজল
মার্চ ২৭, ২০২৫, ০১:১৪ পিএম
তার শুরুটা মডেলিং দিয়ে। এরপর নাম লেখান টেলিভিশন নাটকে। সাবলীল অভিনয় দিয়ে অল্প দিনেই জয় করে নেন দর্শকহৃদয়। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ভেঙে প্রতিবারই গড়ছেন নতুন করে। যে কারণে এখনো তিনি সবার কাছে প্রিয়, একই সঙ্গে ভীষণ জনপ্রিয়; বলছি...