মাদ্রিদ ওপেনের মুকুট আবারও বেলারুশ তারকার হাতে
মে ৫, ২০২৫, ০৯:৫৩ পিএম
ফাইনালের ফেভারিট ছিলেন আরিনা সাবালেঙ্কা। আর সেই তকমা ধরে রেখেই মাদ্রিদের ক্লে কোর্টে যেন আগুন ঝরালেন এই বেলারুশ তারকা।
আমেরিকান তরুণী কোকো গাউফকে সরাসরি সেটে হারিয়ে এক আসর পর ফের মাদ্রিদ ওপেনের একক শিরোপা নিজের করে নিলেন বিশ্বের এক নম্বর এই বেলারুশিয়ান খেলোয়াড়।
এটি তার ক্যারিয়ারের ২০তম ডব্লিউটিএ একক শিরোপা।
রোমাঞ্চকর ফাইনালে শনিবার সাবালেঙ্কা...