ঘুরে আসুন আলপনা গ্রাম
জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:১৮ এএম
গ্রাম শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ফসলের মাঠ, খড়ের চাল, মাটির দেয়াল, গরুর পাল, নদীর ধারে কাঁশফুল। গ্রামের এইসব দৃশ্যসহ নানা রকম চিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের টিকইল গ্রামের দেয়ালে দেয়ালে, আল্পনার টানে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে যান টিকইল গ্রামে। এই গ্রামটি এখন পরিচিতি পেয়েছে আল্পনা গ্রাম...