ঊর্মিলার জন্যই রামগোপাল বর্মার বিয়ে ভেঙেছিল!
জানুয়ারি ১৩, ২০২৫, ০৩:৪১ পিএম
‘রঙ্গিলা’ ছবিতে কাজ করতে গিয়ে ১৯৯৫ সালে তাদের আলাপ। কথা হচ্ছে অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং পরিচালক রাম গোপাল বর্মার। আমির খানের বিপরীতে কাস্ট করা হয়ে উর্মিলাকে এবং সেই ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার আসে নায়িকার ঝুলিতে ।সেই থেকে উর্মিলা-রাম গোলাপের মধ্যে তৈরি হয় এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের। পরপর...