মাকে নিয়ে গাইলেন কাজী শুভ
ডিসেম্বর ২৫, ২০২৪, ০৫:২৩ পিএম
‘মা’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। পরিতোষ বাড়ৈ -এর কথায় গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন আহমেদ সজিব।সম্প্রতি আমিনুল ইসলাম আপনের পরিচালনায় পুবাইলে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছেন শেখ স্বপ্না, রিমন সরকার, ইবতিশাম এবং আরো কয়েকজন।নয়ন তারা মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি...