পুরোনো বোতলে নতুন ফেনসিডিল ভারত থেকে আসছে কোডিন পাওডার ও বোতলের লেবেল
আগস্ট ২৬, ২০২৪, ০৪:৫০ পিএম
রাজশাহী: ফেনসিডিল চোরাচালানের অন্যতম রুট হিসেবে পরিচিত রাজশাহীর সীমান্তবর্তী দুই উপজেলা চারঘাট ও বাঘা। ভারত থেকে পদ্মা নদী হয়ে এই দুই উপজেলা দিয়ে দেশে ঢুকত হাজার হাজার বোতল ফেনসিডিল।তবে গত দুই-তিন বছর ধরে বিজিবি ও পুলিশের হাতে বড় কোনো ফেনসিডিলের চালান ধরা পড়েনি। প্রথম দিকে মাদক পাচার কমেছে মনে হলেও...