১২০টি ঘরের ক্রয়াদেশ বাগেরহাটের ‘পরিবেশবান্ধব’ কাঠের ঘর যাচ্ছে বেলজিয়ামে
অক্টোবর ১৯, ২০২৪, ১২:২৫ পিএম
কেউ কাঠের ওপর নকশা করছেন, কেউ আবার নকশা ফুটিয়ে তুলতে শিরিষ কাগজ দিয়ে ঘষছেন। আবার কয়েকজন কাঠে আঠা লাগিয়ে জোড়া দিচ্ছেন। এসব প্রক্রিয়া শেষে শ্রমিকদের নিপুণ হাতের দক্ষতায় তৈরি হচ্ছে এক একটি কাঠের ঘর।অনেকটা ‘উল্টো নৌকার’ মতো দেখতে ঘরের কাঠামো, দরজা, জানালা ছাদ এমনকি ভেতরের আসবাবপত্রও তৈরিতে ব্যবহার করা হচ্ছে...