গুলশান লেকে মরা মাছে সয়লাব
এপ্রিল ৬, ২০২৫, ০৬:৫৪ পিএম
একটি নয় দুটি নয়। শত শতও নয়। বলা যায় হাজার হাজার মাছ।আবার এগুলো জীবিতও নয়, মৃত সবই।চোখ যেদিক যায় সেদিকেই আছে ছড়িয়ে ছিটিয়ে ভেসে। কোথাও কোথায় আবার জমে স্তুপও।এটি রাজধানী গুলশান লেকের চিত্র। রোববার (৬ এপ্রিল) সকালের দৃশ্য ছিল এমনই।এসব মৃত মাছ সরাতে রীতিমত হিমশিম খাচ্ছেন লেকের পরিচ্ছন্ন কর্মীরা।কিছু মাছ...