হোলি উৎসবে ভারতের মসজিদ ঢেকে দেওয়া হলো গেরুয়া পর্দায়, আটক ১ হাজার
মার্চ ১৫, ২০২৫, ০৬:৫৩ পিএম
হোলি উৎসব নিয়ে মুসলিমদের সাথে রীতিমতো তামাশা করছে ভারত। শুক্রবার হোলি উদযাপিত হয় দেশটিতে। অথচ এর আগেই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় মুসলিমদের উপাসনালয় মসজিদ। কট্টর হিন্দুত্ববাদি মোদি সরকার শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি। গ্রেফতার করেছে হাজারের বেশি মুসলিম ভারতীয়কে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,...