চালুর পরদিনই ঢাকায় গোলাপি বাসের সংকট
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:০৭ পিএম
২৬১০টি গোলাপি বাস চলার ঘোষণা দিলেও সড়কে দেখা মিলছে হাতে গোনা কিছু বাস। যাত্রীরা বলছেন, টেলিভিশন আর ফেসবুকে ঘোষণার পর বাসগুলো দেখা গেলেও বাস্তবে সেগুলো নেই।অন্যদিকে, বাস কর্তৃপক্ষ বলছে, গোলাপি বাস চালু করতে আরও কিছু সময় লাগবে, এবং পুলিশ জানিয়েছে, কেন বাসগুলো সড়কে নামানো হয়নি, তা খতিয়ে দেখা হবে। বৃহস্পতিবার রাজধানীতে...