চন্দ্রপাড়া দরবার শরীফে ওরছ অনুষ্ঠিত
জানুয়ারি ১৫, ২০২৫, ০৩:০৭ পিএম
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী। বুধবার ১৫ জানুয়ারি বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত ওলী-আল্লাহ, গাউছ কুতুব, `নজীব, নুজবা, নুব্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব...