সাড়ে ৫ বছরে ১২ হাজার বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি
ডিসেম্বর ৬, ২০২৪, ০৭:২১ পিএম
গত সাড়ে ৫ বছরে চাঁদপুর জেলায় ১২ হাজারের অধিক বই উপহার দিয়েছে চর্ষাপদ সাহিত্য একাডেমি। নভেম্বর মাস ছিলো চর্যাপদ সাহিত্য একাডেমির চতুর্থ বই উপহার মাস। ‘ছড়িয়ে দিতে বই, পথের মানুষ হই’ শ্লোগানে গত ২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বই উপহার মাস ঘোষণা করে প্রতিষ্ঠানটি।এরপর মাসজুড়ে চলে বই উপহার কর্মসূচি। পথেঘাটে, অফিস-আদালতে, এমনকি...