হংকংয়ের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে চীন
জুলাই ১৫, ২০২৫, ০১:৫৭ পিএম
ইএএফএফ ই ওয়ান (EAFF E-1) ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শেষ রাউন্ডে আজ মুখোমুখি হয়েছে চীন ও হংকং। খেলার শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেছে চীন।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় ১টায়। খেলা শুরুর ২০ মিনিটের মাথায় চীনের হয়ে গোল করেন জু হাওয়াং।
চলতি আসরে এখনো জয়হীন চীন ও হংকং উভয়...