ওরা উন্মুখ হয়ে বসে আছে : রুনা খান
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৮:১৩ পিএম
২০২৫ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা `নীলপদ্ম`, যেখানে রুনা খান কেন্দ্রীয় চরিত্রে দৌলতদিয়ার যৌনকর্মী হিসেবে অভিনয় করেন।সিনেমায় তার `নীলা` চরিত্রের ব্যাপারে কথা বলতে গিয়ে বলেন, "নীলা কোন একটা চরিত্র না, নীলা হচ্ছে ঐ পুরো পেশাজীবি মানুষের একটা প্রতিনিধি। নীলার মাঝে অনেকগুলো জীবনের গল্প।"পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন,...