গানে গানে ধন্য হলেন জ্যোতি
ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:৩২ পিএম
বন্ধুদের মাঝে আড্ডায় থেকেও আমি কখনো কখনো আমার কল্পনার জগতে পাড়ি জমাতাম। তখন আর কে আমায় পায়! তেমনি করেই একদিন আমার এই গান ‘আমি ধন্য’র আবিষ্কার। বরাবরের মতোই, গান লেখা আর সুর করার পর বন্ধুদেরকে ঘটা করে গেয়ে শোনাই, তারা মুগ্ধ হয়ে যায়। তখন আমি আরও বেশী আত্মবিশ্বাসী হই। বাস্তব জীবনে...