সানজিদের বিজ্ঞাপনে তারা
ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০১:০১ পিএম
গুণী অভিনেতা আমিরুল হক চৌধুরী, মুকিত জাকারিয়া ও চিত্রনায়িকা তানহা তাসনিয়াসহ দশজন তারকাশিল্পী নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করলেন সময়ের ব্যস্ত নির্মাতা সানজিদ খান প্রিন্স। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে অভিজাত রাইছ-এর বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বলে নির্মাতা দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন।নির্মাতা সানজিদ বলেন, ‘চালের আড়ৎ-এর দৈনন্দিন চালচিত্রকে বাস্তবসম্মতভাবে ক্যামেরায় ধারণ করার...