দুঃস্বপ্নে ঘুম ভাঙলে যে কাজ করার কথা এসেছে হাদিসে
অক্টোবর ২৩, ২০২৪, ০৩:০০ পিএম
ঘুমন্ত অবস্থায় মানুষ স্বপ্নে অবচেতনভাবে নানা কাল্পনিক ঘটনা অনুভব করে থাকে। এ ক্ষেত্রে স্বপ্নকে দুইভাবে ব্যাখ্যা করা হয়। একটি হলো الرُّؤْيَا (আর-রুউয়া) বা ভালো স্বপ্ন এবং অপরটি الْحُلْمُ (আল-হুলমু) বা দুঃস্বপ্ন।হাদিসে ইরশাদ হয়েছে, ভালো স্বপ্ন বা সুস্বপ্ন আল্লাহ’র পক্ষ থেকে আসে। আর দুঃস্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে।এ ক্ষেত্রে নবী করিম...