ইভেন্ট বক্স আয়োজিত ফুল হাউজ কমেডি ইভেন্ট ‘দ্য পাঞ্চলাইন প্রোস’
জানুয়ারি ২৭, ২০২৫, ১০:২২ পিএম
বিনোদন জগতে অন্যধারার জনপ্রিয় একটি সংযোজন হলো “স্ট্যান্ড-আপ কমেডি”। এরই ধারাবাহিকতায়, গুলশানের ই এম কে সেন্টারে অনুষ্ঠিত হয়ে যাওয়া দ্য পাঞ্চলাইন প্রোস ছিল হাউজফুল। ইভেন্টটির আয়োজক “ইভেন্ট বক্স” এর প্রধান নির্বাহী কর্মকর্তা, সাবরিনা রহমান বলেন, “দ্য পাঞ্চলাইন প্রোস আমাদের স্ট্যান্ড-আপ কমেডি সিরিজ কমেডি বক্স এর প্রথম এপিসোড ছিল। শীঘ্রই আসতে...