প্রেমিকা আনলেন নুডুলস, খেয়ে প্রাণ হারালেন প্রেমিক কলেজছাত্র!
নভেম্বর ১২, ২০২৪, ০১:৩০ পিএম
কথিক প্রেমিকা বাসা থেকে নুডুলস নিয়ে আসেন প্রেমিকের জন্য। প্রেমিকা ভালোবেসে খাবার এনেছে আর প্রেমিক তা খাবে না, তা কি হয়! বেশ স্বাচ্ছন্দ্যেই প্রেমিক খেয়েছিলেন সেই নুডুলস। তবে তিনি জানতেন না যে, সেই নুডুলস খাওয়াই কাল হতে পারে তার জন্য। আর হয়েছেও তাই। প্রেমিকার আনা সেই নুডুলস খেয়েই মৃত্যুর কোলে...