হার নিয়ে মাঠ ছাড়লো দল ৬০ বলের ম্যাচে ২২ বলে সাকিবের সংগ্রহ ১৫
নভেম্বর ২৮, ২০২৪, ০৮:১৩ পিএম
টি-টেন মানেই প্রথম বল থেকেই ব্যাট চালাও। আর এমন একটি ম্যাচে বাংলা টাইগার্সের অধিনায়ক বাংলাদেশের সাকিব আল হাসান ব্যাট হাতে উপহার দিয়েছেন পুরোনো দিনের ওয়ানডে মেজাজের ব্যাটিং। এতে করে তার দলও স্কোরবোর্ডে বেশি রান সংগ্রহ করতে পারেনি, তারা থেকে যায় মাত্র ৭২ রানে।৬০ বলের ম্যাচে সাকিব ২২ বল খেলে করেন...