অতিরিক্ত চার্জ ছাড়াই ২০ লাখ বাস টিকেট দিচ্ছে বিডিটিকেটস
মার্চ ২৫, ২০২৫, ০৫:৫৭ পিএম
আসন্ন ঈদকে ঘিরে অনলাইন টিকেটিং প্লাটফর্ম বিডিটিকেটস স্পেশাল বাস টিকেট অফার দিচ্ছে। বিডিটিকেটস বলছে, যাত্রীদের ভোগান্তিমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে বাড়তি কোনো চার্জ নেওয়া ছাড়াই ২০ লাখের বেশি টিকেট বিক্রি করবে।বিষয়টি নিশ্চিত করেছেন বিডিটিকেটস প্ল্যাটফর্মের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান। বিডিটিকেটস জানায়, ঈদের স্পেশাল...