শাস্তি মেনে ক্ষমা চাইলেন গোল পোস্টের অতন্দ্র প্রহরী মার্টিনেজ
অক্টোবর ২, ২০২৪, ০১:৩০ পিএম
কাতার বিশ্বকাপের পর বিশ্ব ফুটবল পেয়েছে এক অদ্ভুত চরিত্রকে। যার নাম এমিলিয়ানো মার্টিনেজ। সমর্থক-সতীর্থদের কাছে তিনি নায়ক, গোল পোস্টের অতন্দ্র প্রহরী, তেমনি প্রতিপক্ষের কাছে মুর্তিমান এক আতঙ্ক।মাঠের পারফরম্যান্সে মার্টিনেজ যেমন প্রশংসায় ভাসেন, তেমনি আবার অশোভন সব আচরণের জন্য ভাসেন সমালোচনায়। বিতর্ক যেন নিত্যদিনের সঙ্গী আর্জেন্টাইন এই গোলরক্ষকের।গত সেপ্টেম্বরে চিলির বিপক্ষে...