রাজনৈতিক ও অর্থনীতি ঝুঁকিতে বাংলাদেশের ঋণমান কমাল মুডিস
নভেম্বর ১৮, ২০২৪, ০৯:১৩ পিএম
বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান কমিয়েছে মুডিস রেটিং। সোমবার (১৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানটি বলেছে, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিগুলোর কারণেই ঋণমান কমেছে বাংলাদেশের।দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং বি২ তে নামিয়ে আনা হয়েছে। আগের প্রতিবেদেন যেটি ছিল বি১। এ ছাড়া স্বল্পমেয়াদে ইস্যুয়ার রেটিং আগের মতোই ‘নট প্রাইম’...