কোয়ান্টাম চিপ তৈরি করেছে মাইক্রোসফট
ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১০:৪৯ এএম
কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য নতুন ধরনের চিপ তৈরি করেছে মাইক্রোসফট। ‘মেজোরানা ১’ নামের চিপটি ১০ লাখ টপোলজিক্যাল কিউবিটসহ একটি কোয়ান্টাম কম্পিউটার তৈরির জন্য বেশ সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে। মাইক্রোসফট কয়েক বছর আগে মেজোরানা কোয়াসিপার্টিক্যালস ব্যবহার করে টপোলজিক্যাল কিউবিট তৈরির কাজ শুরু করে। এই কিউবিট ছোট ও সহজাতভাবে স্থিতিশীল বলে কোয়ান্টাম...