জুলাই শো নিয়ে ‘কথা ক’ গানের র্যাপার সেজানের আপত্তি
জুলাই ২৮, ২০২৫, ০৮:৪৯ পিএম
‘কথা ক’ গানটি দিয়ে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন র্যাপার সেজান। সেই গানে ছিল প্রতিরোধ, প্রতিবাদ আর ছাত্রসমাজের অদম্য চেতনার ঝাঁঝ। কিন্তু এক বছর যেতে না যেতেই সেজানের কণ্ঠে শোনা গেল হতাশা আর অভিমানের সুর—জুলাই আন্দোলন নিয়ে আয়োজিত কোনো শোতে আর অংশ নেবেন না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।
র্যাপার...