লেকার্সের ভবিষ্যৎ ধোঁয়াশায়, জেমসের অবসর নিয়ে জল্পনা
মে ২, ২০২৫, ১১:১৩ এএম
মিনেসোটা টিম্বারউলভসের কাছে অপ্রত্যাশিতভাবে প্রথম রাউন্ডে বিদায় নেওয়ার পর লস অ্যাঞ্জেলেস লেকার্সের অন্দরমহলে প্রশ্নের পাহাড়। যদিও শোনা যাচ্ছে সুপারস্টার ফরোয়ার্ড লেব্রন জেমস আগামী মৌসুমেও "প্রত্যাশিত", তবুও দলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না।
বুধবার এরিনায় ঘরের মাঠে ১০৩-৯৬ পয়েন্টে গেম ৫-এ পরাজয়ের পর, ৪০ বছর বয়সী জেমসকে খেলা শেষে আরও কত বছর খেলার...