সবুজে মোড়া সাগরের বুকে লুকানো স্বর্গ
আগস্ট ২৯, ২০২৫, ০৭:২২ এএম
বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর সমুদ্রসৈকত, যা স্থানীয়দের কাছে পরিচিত ডিসি পয়েন্ট নামে। এখানে যারা ঘুরতে আসেন, তাদের কাছে স্থানটি যেন প্রকৃতির বুকে এক অনন্য সৌন্দর্যের ঠিকানা। কেবল বালুকাবেলাই নয়, এখানে আছে সবুজের বিছানা, নদী-সাগরের মিলন আর জীববৈচিত্র্য, যা পর্যটকদের চোখ ও মন দুটোকেই মুগ্ধ করে।
একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্যদিকে...