আকাশ-রিমির ‘বেসামাল মন’
মার্চ ২২, ২০২৫, ০৩:১৮ পিএম
ঈদ উপলক্ষে এরই মধ্যে আকাশ সেনের সুর ও সংগীতে প্রকাশ হয়েছে বালাম এবং ন্যান্সির কণ্ঠে ‘মায়া মায়া লাগে’ শিরোনামের একটি গান। এবার আকাশ সেনের কণ্ঠে আসছে ‘বেসামাল মন’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। এন আই বুলবুলের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান...