১০ মাস আগেই বিয়ে হয়েছে: পড়শী
জানুয়ারি ১২, ২০২৫, ০৬:৩৫ পিএম
বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র হামিম নিলয়ও গানের সঙ্গে যুক্ত; থাকেন আমেরিকায়। প্রায় ১ বছর আগে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। শুরুতে এ নিয়ে নীরব ভূমিকায় ছিলেন গায়িকা। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তার।রোববার (১২ জানুয়ারি) সাড়ে পাঁচটার...