সিকৃবির কোটি টাকার গাছ লোপাট
নভেম্বর ৮, ২০২৪, ০১:০৫ পিএম
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) দৃষ্টিনন্দন শহীদ মিনারের পেছনে ছিল নানান জাতের গাছ। উঁচু টিলাকে সজীব ও সৌন্দর্যমণ্ডিত করে রেখেছিল মেহগনি, আকাশমণিরা। কিন্তু সেই গাছগুলো এখন আর নেই, কেটে ফেলা হয়েছে। এর জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি কর্তৃপক্ষ বা পরিবেশ অধিদপ্তর; কারোরই কোনো অনুমতি নেওয়া হয়নি।বিশ্ববিদ্যালয়ের ভিসিও বর্তমানে ছুটিতে। ঠিক এই সময়...