বাংলাদেশে সুজুকি নিয়ে আসছে শক্তিশালী এবং সবচেয়ে দ্রুতগতির বাইক
নভেম্বর ২৮, ২০২৪, ০৬:৩৫ পিএম
সুজুকি মোটরসাইকেলস বাংলাদেশ, বাইকিং দুনিয়ায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত জিক্সার ২৫০ এবং জিক্সার এসএফ ২৫০ উন্মোচন হতে যাচ্ছে ১ ডিসেম্বর। যা দেশের বাইকারদের জন্য আনবে স্পিড, কন্ট্রোল এবং মটোজিপি টেকনোলজির এক অনন্য অভিজ্ঞতা।এই সিরিজের বাইকগুলোতে রয়েছে মটোজিপি প্রযুক্তি থেকে উদ্ভাবিত ২৫০ সিসি ইঞ্জিন, যা নতুন সুজুকি অয়েল...