শীর্ষে ‘পরী পাইছি রে’
জানুয়ারি ২৫, ২০২৫, ০২:২৯ পিএম
এ সময়ের দর্শকপ্রিয় গায়ক সৈয়দ অমি। ভিউর দিক থেকে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল তার ‘মাতাল’, আলোচনায় ছিল তার আরেক গান ‘দুই চাক্কার সাইকেল’। বছরের শুরুতে গায়কের মুক্তি পাওয়া ‘পরী পাইছি রে’ গানটিও অন্তর্জালে বেশ সাড়া ফেলেছে। গানটির মিউজিক ভিডিও ইউটিউব ট্রেন্ডিংয়ে ২ দিন ধরে ১ নম্বরে...