‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ যেভাবে চালু করবেন
ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৩১ পিএম
আইওএস ১৭.৩ বেটা সংস্করণে গুরুত্বপূর্ণ নতুন একটি ফিচার এসেছে। স্টোলেন ডিভাইস প্রোটেকশন নামে ফিচারটি ডিভাইসকে চুরি হওয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করবে। বিষয়টি নিয়ে প্রথমে খবর আসে ওয়াল স্ট্রিট জার্নালে। সেখানে দেখা যায়, সাধারণত কোনও পাবলিক প্লেসে চোর আইফোন চুরি করার আগে দেখে নেয় ব্যবহারকারী তার ফোনে পাসকোড হিসেবে...