হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পর আরও দুই শক্তিশালী বোমা আনল তুরস্ক
আগস্ট ২, ২০২৫, ১১:৩৫ এএম
আঞ্চলিক উত্তেজনার মধ্যে দুটি নতুন শক্তিশালী অ-পারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে উন্মোচন করা ‘গাজাপ’ ও ‘হায়ালেত’ নামের এই বোমাগুলোর প্রতিটির ওজন ৯৭০ কেজি। সংবাদমাধ্যম ফাস্টপোস্ট শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তুরস্কের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, ‘গাজাপ’ বোমাটি প্রচলিত এমকে-সিরিজ বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী। অন্যদিকে, ‘হায়ালেত’ বোমাটিকে একটি...